দোলের মাঝে প্রাণের ছোঁয়া
দোলের মাঝে প্রাণের ছোঁয়া


চৈতি হাওয়ায় উঠলো মন মেতে,
ফাগুন দোলা লাগলো ভোরের সাথে।
গুলাল আবীর লাগছে মনের দোলায়,
সবাই উন্মুখ রঙের লীলা খেলায়।
ডাকছে আকাশ,বাজছে শ্যামের বাঁশি,
দোলের ফাগুনে জাগছে সকল পুরবাসী।
বসন্ত আবেগ উদ্বেলিত পলাশ চোখে,
মিলন মন্দিরে এক হই আবীর মেখে।
মনের রঙে রাঙাবো সকল মানুষকে,
জাতিদাঙ্গা দূর কর মনের থেকে।