STORYMIRROR

Subrata Nandi

Abstract

3  

Subrata Nandi

Abstract

দোলের মাঝে প্রাণের ছোঁয়া

দোলের মাঝে প্রাণের ছোঁয়া

1 min
509

চৈতি হাওয়ায় উঠলো মন মেতে,

ফাগুন দোলা লাগলো ভোরের সাথে।

গুলাল আবীর লাগছে মনের দোলায়,

সবাই উন্মুখ রঙের লীলা খেলায়।

ডাকছে আকাশ,বাজছে শ্যামের বাঁশি,

দোলের ফাগুনে জাগছে সকল পুরবাসী।

বসন্ত আবেগ উদ্বেলিত পলাশ চোখে,

মিলন মন্দিরে এক হই আবীর মেখে।

মনের রঙে রাঙাবো সকল মানুষকে,

জাতিদাঙ্গা দূর কর মনের থেকে।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract