Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Bipattaran Misra

Abstract

5.0  

Bipattaran Misra

Abstract

রাজা - মন্ত্রীর কথামালা

রাজা - মন্ত্রীর কথামালা

1 min
708


মোচ মুচড়ে রাজা বল্লেন 

শোনো বাপু ধনমন্ত্রী, 

দিনকাল বড়ো বাজে এখন

প্রজারা সব ষড়যন্ত্রী!


       রাজা আছি, রাজা থাকব -- 

       ছেলে তারপর রাজা হবে, 

       চিরকাল তো তাই জেনেছি --- 

       কে জানতো সব বদলে যাবে!

 

গণতন্ত্র, প্রজাতন্ত্র --- 

কী যেন আজকাল বলে, 

হাভাতের ছেলে রাজা হয় ---

দেশটা গেছে রসাতলে!


       বলা যায় না আসছে বছর 

       সিংহাসনে থাকবো কিনা, 

       ধন দৌলত সোনা মানিক 

       সরিয়ে ফেলো বারো আনা।

 

তোমার আমার ছেলে এবং  

জামাই কিংবা শালার নামে, 

জমি বাড়ী বাজার ঘাট 

কিনে রাখো শহর গ্রামে। 


       ধনমন্ত্রী বলেন, প্রভু, 

       অন্য কোনো রাজা এসে --- 

       জালি কারবার ধরে ফেললে 

       জেলে পচে মরব শেষে!


রাজা বল্লেন, ভয় কোরো না, 

সেই রাজাও খাবে চুষে ---

নিজের যদি খাবার লোভ হয়--

আমায় ধরবে কোন সাহসে!

 

       ধনমন্ত্রী ধুতি নেড়ে

       বলল হেসে তড়িঘড়ি, 

       আপনি প্রভু সাহস দিলে 

       নরকটাও গিলতে পারি!


Rate this content
Log in

More bengali poem from Bipattaran Misra

Similar bengali poem from Abstract