STORYMIRROR

Bipattaran Misra

Abstract

5.0  

Bipattaran Misra

Abstract

রাজা - মন্ত্রীর কথামালা

রাজা - মন্ত্রীর কথামালা

1 min
739


মোচ মুচড়ে রাজা বল্লেন 

শোনো বাপু ধনমন্ত্রী, 

দিনকাল বড়ো বাজে এখন

প্রজারা সব ষড়যন্ত্রী!


       রাজা আছি, রাজা থাকব -- 

       ছেলে তারপর রাজা হবে, 

       চিরকাল তো তাই জেনেছি --- 

       কে জানতো সব বদলে যাবে!

 

গণতন্ত্র, প্রজাতন্ত্র --- 

কী যেন আজকাল বলে, 

হাভাতের ছেলে রাজা হয় ---

দেশটা গেছে রসাতলে!


       বলা যায় না আসছে বছর 

       সিংহাসনে থাকবো কিনা, 

       ধন দৌলত সোনা মানিক 

       সরিয়ে ফেলো বারো আনা।

&nbs

p;

তোমার আমার ছেলে এবং  

জামাই কিংবা শালার নামে, 

জমি বাড়ী বাজার ঘাট 

কিনে রাখো শহর গ্রামে। 


       ধনমন্ত্রী বলেন, প্রভু, 

       অন্য কোনো রাজা এসে --- 

       জালি কারবার ধরে ফেললে 

       জেলে পচে মরব শেষে!


রাজা বল্লেন, ভয় কোরো না, 

সেই রাজাও খাবে চুষে ---

নিজের যদি খাবার লোভ হয়--

আমায় ধরবে কোন সাহসে!

 

       ধনমন্ত্রী ধুতি নেড়ে

       বলল হেসে তড়িঘড়ি, 

       আপনি প্রভু সাহস দিলে 

       নরকটাও গিলতে পারি!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract