অমানবিকতা বন্ধ হোক
অমানবিকতা বন্ধ হোক


আমরা মানুষের মুখোশ পরে,
এই সমাজে বাস করি।
ধর্মের দোহাই দিয়ে আমরা,
নৃশংসতার চাষ করি।
মানুষ হওয়ার করি বড়াই,
তবুও করি জাতপাতের ভেদ।
করি সৃষ্টিকে ধ্বংস আমরা,
আর ক্ষমতা পাওয়ার জেদ।
নিজের মা বোনকে আড়াল করি,
অন্যের মা বোনেদের ভোগ।
মানুষ হয়ে এই অমানবিকতা,
এবার বন্ধ হোক, বন্ধ হোক।