STORYMIRROR

Shilpi Dutta

Abstract

3  

Shilpi Dutta

Abstract

অমানবিকতা বন্ধ হোক

অমানবিকতা বন্ধ হোক

1 min
345

আমরা মানুষের মুখোশ পরে,

এই সমাজে বাস করি। 

ধর্মের দোহাই দিয়ে আমরা,

নৃশংসতার চাষ করি। 

মানুষ হওয়ার করি বড়াই,

তবুও করি জাতপাতের ভেদ। 

করি সৃষ্টিকে ধ্বংস আমরা,

আর ক্ষমতা পাওয়ার জেদ। 

নিজের মা বোনকে আড়াল করি,

অন্যের মা বোনেদের ভোগ। 

মানুষ হয়ে এই অমানবিকতা,

এবার বন্ধ হোক, বন্ধ হোক। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract