তার পর
তার পর


নিকষ কালো অন্ধকার।
--- তার পর কী?
অন্ধকার।
--- তার পর?
তার পরেও অন্ধকার।
--- তার পরে?
তার পরে আরও অন্ধকার।
--- আরে বাবা, তার পরে কী?
তার পরেও তো অন্ধকার, ঘুটঘুুটে অন্ধকার।
--- সেই অন্ধকারের পরে কী?
সেটা আর জানা যায়নি।
জানার জন্য যারা গিয়েছিল
তারা আর ফিরে আসেনি।