প্রেমময়
প্রেমময়


পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তুমি,
তোমার চরণে কোটি কোটি প্রণাম।
তোমার করুণায়, তোমার কৃপায়
এই ভুবনে লয়েছি জনম।।
তুমি রয়েছো মোর অন্তরে, মননে, নিষ্ঠায়
তুমি রয়েছো মোর ধর্মে কর্মে আর শিষ্ঠায়।
এই নয়ন মেলে যা, দেখি যা বুঝি
যা অনুভব করি,
জলে স্থলে সমীরণে জাগরণে
শুধু শুধু তোমারেই স্মরি।।
তোমার হাস্যমুখের লাবণ্যতা
সত্যিই মুদ্ধ করে,আর
সেই লাবণ্য জড়ানো মৃদু হাসিটাই,
পৃথিবীর সমস্ত মানুষকে বদলে দিতে পারে
বদলে দিতে পারে,জীবনের রঙ
বেচে থাকবার ঢং।
বদলে দিতে পারে, আকাঙ্ক্ষা চাহিদা
আর সব কিছু।।
তুমি পথভ্রান্ত পথিকের পথের দিশারী।
তুমি লাগাম ছাড়া জীবনের,
সঠিক পরিচালক।।
তুমি দরিদ্রতা দীনতার নিরাময়ক।
তুমি মানুষের আপন উদ্দীনায়,
জেগে ওঠার লেলিহান শিখা।
তুমি কাণ্ডারি হুশিয়ার,
তুমি পূর্ণিমার ভরা চাঁদ,
তুমি ক্ষুধার্ত কাঙালির পেটের ভাত।
তুমি দুর্বলতা, ভয়, হিংসার বিনাশক।
তুমি পবিত্রতার প্রতীক,
তুমি ভালোবাসার দান,
তুমি দেবদূত,
তুমি জীবকুলের এক আত্মা এক প্রাণ।