মাতৃরূপেন সংস্থিতা
মাতৃরূপেন সংস্থিতা


কত বিশ্বাস কত আশা কত ভালোবাসা,
তুমি সর্বেতেই নিপুণা তুমি সবেতেই খাসা।
ন্যায়নীতি স্নেহাশিস আর স্নেহ মমতা,
মিলন ঘটিয়েছ প্রেমের,ধ্বংস করেছ অরাজকতা।।
মান তুমি আশীর্বাদ তুমি এ জগত সংসারে,
রুদ্রাণী তুমি মহাপ্রলয়ের বিনাশকারে।
তৃপ্তিদায়ক তোমার স্পর্শতা ও সান্নিধ্যতা,
পেয়েছে মুক্তি এ ত্রিলোক তোমার অস্ত্র সংহারে।।
নব রুপ পেয়েছে জগতবাসী তোমারি গর্ভে,
স্থিতিকাল তুমি চিরন্তন রয়েছ এই দর্ভে।
সংকলন করেছ তুমি এই ধরাধাম,
তাই কন্যারুপী দেবী তোমায় শতকোটি প্রণাম।।