মহাপুরুষ
মহাপুরুষ


পবিত্রতম মহাপুরুষ এর আবির্ভাব হতেই,
রশ্মিপাত ঘটেছে অন্ধকারাবৃত এ জগতে।
মনেরগহন রেখা কে প্রজ্বালিত করেছেন,
পূজনীয় তিনি, সংসারজীবন এ অধিষ্ঠিত,
জ্যোতিরত্ন প্রখ্যাপিত তারই উপস্থিতিতে,
পালন করেই চলেছেন তার পিতৃ ধর্ম।
দয়াধর্ম দয়িত প্রাণপুরুষ তিনি।
শ্রীভগবান যিনি এই মর্ত্যজীবন এ,
শ্রীচরণকমলেষু প্রভু,
দান করেছো তুমি এই অমূল্য জীবন।
দান করেছো এই পবিত্র জন্মভুমি।
রচয়িতা তুমি ইষ্টনামী ভক্তের ভাগ্যদয় এর,
চয়ন করি সর্বদা তোমার মোহমুগ্ধ রুপ,
রঙিন হয়ে ওঠে এই বর্ণহীন জীবনপথ।
নেই কোন পথ তুমি ছাড়া প্রভু,
প্রতি পদক্ষেপ এ তোমার উপস্থিতি,
নাম গানে তোমার উপগম,
মনের গভীরতায় তুমি বিরাজমান প্রভু।।