গুহামুখি ভালোবাসা
গুহামুখি ভালোবাসা


চাঁদের ঘরভাঙা জ্যোৎস্না এখন
গুহায় নামছে
মানবী ফণায় অঝোর চুমু
চুমুকে লিখছে মানবেতর ইতিহাস
বুকের ভেতর লুকোনো আকাশ
একটা গল্প শুরুর আভাস
মুহূর্ত গল্প
বার্তাবহুল ঠোঁটে হাসির হুল্লোড়
দোটানায় টানা
দাঁড়ি
কমা
গড়ানো গ্রীবায় গরিলার গরিমা
ভাবছে কখন সমুদ্র হবে
সম্পর্ক ভাঁজে
মানবীর আঙুলধরা অনন্ত
এখনো খুঁড়ে চলেছে সম্পর্কের চিহ্নগুলো
গুহামুখে থমকে আছে
অন্তিম অধ্যায়
পুরোনো গর্ভ মুছে নতুন ভ্রূণ ফুটবে
ফিরে দেখার অধ্যায়ে