STORYMIRROR

Subrata Nandi

Abstract

2  

Subrata Nandi

Abstract

গঙ্গাসাগর স্নান-৪

গঙ্গাসাগর স্নান-৪

1 min
313

অন্তরের গ্লানি মুছে ফেলার সময় আসন্ন,

হিংসা-দ্বিধা-দ্বন্দ্ব অনেক তো হলো সমৃদ্ধির বাতায়নে;

এখনও জলজ সংসারে মিথ্যে আসক্তির সহবাস!

ঈশান কোণে জ্বলেনি জাগতিক ঝাড়বাতির সংকলন,

কি হবে বন্ধনময় পর্বের পরজীবী অধ্যায় হ'য়ে?

আকর্ষণের কড়া না নেড়ে আজ অন্তত সাগরপ্রেমী হই,

পুণ্যলগ্নে সাগরের জলরাশিতে অবগাহন করি,

সাগর আমায় ডাকছে অহর্নিশ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract