STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

গজল

গজল

1 min
812


নদীর জলে উঠলে ঢেউ দুঃখ দিয়ে গেলো কেউ

হৃদয় বলে এইতো ভালোবাসা লাগলে দুঃখ বুকে।


পার করেছি নদী সাগর মনের কলসি এখন খালি

কিসের মোহে বৃষ্টির ফোঁটায় ভিজলো মাটি সুখে।


ফুল ছিঁড়ে বানাও মালা সুতোয় বাঁধা বুকের জ্বালা

ছন্দের তৃষ্ণায় জিরিয়ে কবির অসুখ কবিতার সুখে।


সময় এসে সময়ে ফুটিয়ে যায় অন্ধকারে আলো

জীবন জাগে হৃদয়ের নিবিড়ে ধরলে ঠাই বুকে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics