গজল - ১২
গজল - ১২


তোমার স্বরণে দিয়েছি ভুলিয়ে যদিও আমার বাকি পৃথিবী
কেন চৌকাঠে দীপ জ্বালাই
জেনেও শুকনো কাঠ যে সবই ।
এখুনি আসবে তখুনি আসবে বলে দিলে কতো প্রতিশ্রুতি
কেন প্রতীক্ষায় চোখ ভাসাই
জেনেও মিথ্যে আস্থা যে সবই ।
মেঘের পালঙ্কে জোছনার দানায় তোমার যতো রাত পরী
কেন আবেগে বাঁধি হৃদয়
জেনেও অবহেলা যে সবই ।
দিয়েছো অনেক পেয়েছি অনেক হৃদয় ভরা স্বরলিপি
কেন হিসেব রাখি জীবনে
জেনেও ভালবাসা যে সবই ।