GIFT
GIFT
কবিতা
GIFT
Dr Gautam Manna
পৃথিবীটা কতো সুন্দর ।
তব মন নাহি ভরিতে,,,
আকাশের রুপ দেখি না
রুপ দেখি মোর রুপেতে,,,
শূন্য থেকে এসেছি মোরা,
রুপ ঢাকি উপহার নিতে ।
হৃদয় ভরা কন্ঠিত না
দেখেনি কখনো মনিতে ?
ভালোবাসা আজ কাঙ্ক্ষিত
অর্থ তাহার হৃদ্দয়েতে!
উপহার হয় না অর্থে !
বিবেচনা উপহারেতে ।

