STORYMIRROR

Moumita Ghosh

Tragedy

2  

Moumita Ghosh

Tragedy

ঘুমের ওপারে// মৌমিতা ঘোষ

ঘুমের ওপারে// মৌমিতা ঘোষ

1 min
809

জীবনখানার মানে

দুঃসময় ই জানে

আলতো চাপে চালিয়ে দেওয়া ব্লেড


অভিমানের কথা

ভীষণ নীরবতা

ছিটকে আসা, উপচে পড়া আবেগ


একলা হতে থাকা

গুমরে মরা কথা

ঝুলেই পড়ে সিলিং থেকে শাড়ি


তবুও বাঁচে মেয়ে

অনন্ত একগুঁয়ে

নতুন জীবন,চলুক আবার নাড়ি


বার পাঁচেকের প্যাঁচ

মায়ার খেলায় আজ

স্পর্ধা মেখে চোখের দিকে তাকায়


ভয় ভাঙা এ মন

জানে চিরন্তন

নিজের হাতেই মুদ্রা বরাভয়।


বাঁচতে বাঁচতে আলো

কখন বাসি ভালো

নিজের বুড়োন পুরোন জীবনটাই


আত্মহত্যা ঘুমে।

জীবন এখন সমে

ইচ্ছে মতো উড়ুৎ ফুরুৎ ওড়াই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy