দূরত্ব-গান// মৌমিতা ঘোষ
দূরত্ব-গান// মৌমিতা ঘোষ


দূরত্বে যায় ঠিক দুখানা হাত
কথার শরীর, কথায় অগ্নিপাত।
মুঠোর ভিতর সময় থাকে জমা।
স্মৃতির সেতু বাঁধতে তো নেই মানা।
শরীর জানে কয়েকমুঠো ধুলো
কান্না পেলে আড়ালে তা খুলো
কেউ কি কারো? সময় শুধু লেখে
দূরত্বগান ,বিষম দুর্বিপাকে।
প্রতিশ্রুতি খানিক ছিল লেখা
তোমার চোখে অজানা,অদেখা।
কেমন আছো,বলতে গিয়ে মন
কখন যে ছোঁয় অবৈধ রিং টোন!
বোঝাপড়া, পড়েই বুঝে নেওয়া
চোখের ভাষা,মুহূর্তদের ভিড়ে
একলা আমি ভিজতে থাকি কেন
দূরত্বগান বাজছে মিঠে সুরে।