STORYMIRROR

Moumita Ghosh

Classics Inspirational

4  

Moumita Ghosh

Classics Inspirational

বন্ধু-দিবস// মৌমিতা ঘোষ

বন্ধু-দিবস// মৌমিতা ঘোষ

1 min
589

ভেজা ভেজা কোন বৃষ্টির বিকেলে

সকলে মিলে কলেজ স্কোয়ার মিট

এতদিন পরে মিস করিস না কেউ

গল্প হবে,তারপরে দেব ট্রিট


সানগ্লাস কাড়া যৌবন থেমে আছে

বন্ধু কোথায় থেমে আছে তোর গান

আজো দেখা হলে হুটোপাটি কিছুক্ষণ

বইখাতা সব কোন বন্ধুর ই দান।


আমার তো শুধু পড়ার ইচ্ছে ছিল

বাকিটুকু সব বন্ধুই জুটিয়েছে

কাগজে কলমে ঋণ রাখা আছে সব

সকাল এখন বন্ধুর মুখ খোঁজে।


বন্ধু আমার কান্না থামানো রুমাল

বন্ধু আমার অকারণ খিলখিল

বন্ধু আমার " মুখ দেখবনা আর"

বন্ধু আমার পুরোনো ছবির রীল


ভেতর ঘরে মেঘ ঢুকে পড়ে খুব

তোদের সঙ্গে 'দেখা হবে' কথা হ'লে

নতুন বন্ধু আজও আগলে রাখে

ভিতর ঘরে বাতিগুলো নিভে গেলে


পুরোন বন্ধু পুরোন হয়েও না তুমি

নতুন বন্ধু তোমাকে আমার চাই

চারদিকে খুব মেঘ করে এলে আজ

পুরোনোর সাথে নতুনের দেখা পাই


চল যাই সব দীঘা-মন্দারমণি

ঝগড়াঝাঁটি জমিয়ে করব,পাকা

কথা দিয়েছি ফেলে আসা পথেদের

যে পথে এখনো ডাকনাম সব লেখা।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics