প্রাক্তন// মৌমিতা ঘোষ
প্রাক্তন// মৌমিতা ঘোষ
ভুলে গেছি, ভুলেই গেছি , পুরোন সব জ্বর
তোমার শোকে আর পোড়েনা একটিও অক্ষর।
অপমানের ক্ষত জানি, এড়িয়ে গেছ ছলে
জীবন্ত এক মুখ রেখেছি, আয়নামতী জলে।
ভুলে গেছি, সুখেই আছি, সুখ কি তোমার একা?
চাপা পড়া নদীর বুকেই মাতাল-স্বপ্ন লেখা।
ভুলে গেছি, ভুলেই গেছি, পুরোন সব জ্বর
ঘর পুড়িয়ে, মন উড়িয়ে, এখন যাযাবর।