STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

ঘোরপ্যাঁচ

ঘোরপ্যাঁচ

1 min
145


বলতে পারো না সত্যি কথা

ভেঙ্গে যাও সহজেই,

লক্ষ্যে নও স্থির, পথভ্রষ্ট নিমেষেই |

ভালো কাজের ইচ্ছে জাগে না মনে,

অর্থবিহীন যুক্তি ক্ষনে ক্ষনে |

গুরুত্ব পেয়েছে শুধু ফাঁকি,

শরীরে আলস্য দেয় উঁকি |

ঠাঁই পায় না দানের ইচ্ছা মনে,

গন্ডিবিহীন নেবার ইচ্ছে প্রাণে |

আটকে রেখেছো বৃত্তের বাঁধুনীতে,

লিপ্সা বেড়েছে সীমাহীন চাহিদাতে |


বলছি তবু, দেখিনা তোমার দোষ;

স্বপ্ন হারিয়ে শুধু রয়ে গেছে আফশোষ |

খোলা আকাশে ওড়ার ইচ্ছা তোমার,

ডানা ছেঁটে বন্দি প্রাণী খাঁচার |

ব্যবস্থা করে নিয়ন্ত্রণে রেখেছে গতিবিধি,

ঘেরাটোপে তারাই এখন হয়েছে তোমার সুধী |

চেষ্টা করেও বিবাদ এনোনা ঠোঁটে,

প্রতিবাদের বজ্রমুষ্টি ওপর পানে না ওঠে |

বন্ধ হয়ে গেলেও তোমার শ্বাসে,

হতাশ দৃষ্টি বাতাসে যদি বা ভাসে,

ক্লান্ত শরীরে জাগে না যেন ইচ্ছে নতুন গড়ার,

স্বপ্নেও খুঁজে পাবে না জেনো শান্তির সংসার |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract