এনগেজমেন্ট
এনগেজমেন্ট
আজ বিয়ের পাকা কথা হলো বলে এ জীবন ধন্য,
নিঃসঙ্গ জীবনে তুমি আসায় হলো জীবন পরিপূর্ণ।
একথাটা সত্য যে তুমি এই বাঁধন গড়েছিলে নিজে,
আমার ও তোমার ভালোবাসায় মুহূর্তগুলো সাজে।
আমার এ জীবনের প্রতিটি পদে তোমার ছায়া রয়,
জেগে থাকলে প্রতিক্ষণ কাটে আমার শুধু তুমিময়।
তোমায় পেয়েছি আমি জানিনা কি পূণ্য করে,
তুমি চিরদিন আমার ভালোবাসায় থাকবে ভরে।
আমি শুধু চাই ভালোবাসতে তোমায় আমার করে
কাছে চাই তোমায় আমার জীবনের প্রতি মুহূর্ত ধরে।
এই জীবন আমার লিখে রেখেছি শুধু তোমার জন্য,
তোমার সাথে যুক্ত হয়ে আমাদের ভালোবাসা হলো ধন্য।
হৃদয় চায় তোমার ভালোবাসা দিতে আর পেতে,
সারাটাদিন আমি তাই অপেক্ষায় ভালোবাসা নিতে।
তোমার ছোঁয়ায় মনটা আমার কাটিয়ে উঠে কষ্ট,
ভালোবাসার মধুরতায় হারিয়েছে জীবন এটা স্পষ্ট।
এনগেজমেন্টের শুভলগ্নে এসেছিলে বলেই,
আজ আমি পেয়েছি তোমায় শুধু আমার করেই।
তোমায় নিয়ে বিশ্লেষণে আমি আজ ক্লান্ত,
হবে না আজ তোমায় নিয়ে লেখার কোনো অন্ত।
আমার এই ভালোবাসাটুকু গ্রহণ করে নিও,
পারলে একটুখানি ভালোবাসা আমায়ও দিও।
জানো কি তুমি?আছি শুধু তারই অপেক্ষায়,
সারাজীবন বাসবে ভালো,আমি রয়েছি প্রতীক্ষায়।

