STORYMIRROR

Paula Bhowmik

Drama Action Fantasy

3  

Paula Bhowmik

Drama Action Fantasy

একটু খানি দূর

একটু খানি দূর

1 min
6

স্বপ্ন ! নাকি পুরোটাই সত্যি, কিছুই কি বোঝা যায় !

নদীর জলের কল কল, যেন কত কথা বলে কানে,

বুঝিনা তো, কি করে যে সে কথা তাকে বলা যায় !

হয়তো আর জনমে দেখা হয়েছিল অবেলায়।

চেনা চেনা মনে হয় যেন তার কথা বলবার ধরন,

হয়তো সে ছিল তখন, আমার অতি পরিচিত জন।

অদেখা তার অবয়ব কল্পনায় যেন দেখায় কোমল,

মনের ভাব অতি সরল, অল্পতেই চোখে আসে জল।

কাউকে কষ্ট দেবার কথা, সে যে ভাবেনা স্বপ্নেও__

ঘরে তার ঐশ্বর্য যেমন তেমন, আছে মেয়ে ও বউ।

আছে কিছু ধানী জমি, বাড়ির পেছনে এক পুকুর,

মাঠ ভরা ফলে ধান, নদী পাশেই, একটু খানি দূর।

মেরামতের তরে, নৌকা গুলো যেন বিশ্রাম করে,

কিছুদিন আগেই উঁচু ডাঙায় ওরা ফেলেছে নোঙর।

নদীতে জাহাজ চলে যায় সোজা নিয়ে লোক লস্কর।

হয়তো কোনো এক সময়ে এসেছিল সেথা পর্তুগীজ,

দখলের তরে হয়েছিল লড়াই, নয় তো এ মনসিজ !

কোনো এক আহত সৈনিক, পেয়েছিল সেথা আশ্রয়,

হয়তো সে তার উত্তরপুরুষ,কেন যেন চেনা মনে হয়।

চোখ মেলে শুধু চেয়ে দেখি, সময়ের নদী বয়ে যায়।



Rate this content
Log in

Similar bengali poem from Drama