Rubaiya Jesmine

Tragedy Classics Inspirational

4.8  

Rubaiya Jesmine

Tragedy Classics Inspirational

একটি মৃত্যু

একটি মৃত্যু

1 min
23.3K


দেখবো টেলিস্কোপে 

কিভাবে মানুষও হয় বহুদূরের তারা

কতটা একাকিত্ব জুড়লে রাস্তা বানানো যায়

মাটি থেকে আকাশপথে। 


চোখ বন্ধ করলেই

কেঁদে ওঠে অজস্র চোখ

ঘুম আসুক বা না আসুক

ভীষণ চাই এটা দুঃস্বপ্ন হোক।


একটি মৃত্যুতে কেবল এক সোমবার ছুটি 

পরের দিন আরও কিছু শোক

দেখবো টেলিস্কোপে 

আকাশে একটি নতুন তারার সংযোগ। 


মাটির দিকে তাকাও

শূন্যতা ছাড়া আর কিছুই দেখা যাবেনা

তারাদের গায়ে আলো আছে

মানুষের গায়ে অন্ধকার। 


কতটা একাকিত্ব জুড়লে রাস্তা বানানো যায়

মাটি থেকে আকাশপথে 

দেখবো টেলিস্কোপে। 






Rate this content
Log in

Similar bengali poem from Tragedy