ছেঁড়া ক্ষত
ছেঁড়া ক্ষত

1 min

84
ভেসে যাচ্ছি ক্রমশ
পেছনে ফেলে আমার গ্রাম,শৈশব, পানাপুকুর,
লজ্জাবতী কৈশোর,জরাগ্রস্ত পিতা।
শোবার ঘরের জানালার ফাঁক দিয়ে একটা ছেঁড়া আসমানি বাতাস ঢুকছে।
কি এক মায়ানাড়ি সরে যাচ্ছে
কাছের মানুষের নিশ্বাসেরও শব্দ আছে।
যতদূর শোনা যায়
আমি কান পেতে শুনেছি সেই শব্দ
তারপর তিনমাথার বাঁকে যেতেই
ধীরেধীরে মিলিয়ে গেল চেনা শব্দটা।
তবুও ভাসছি...
একটা ক্ষুদ্র আলোর রেণুর মধ্যে
প্রবেশ করছি।এত ক্ষুদ্র রেণুর মধ্যে শেষে।
অথচ বুকের ভেতর এতদিন পুষে রেখেছি কি
বিশাল ক্ষত!