STORYMIRROR

Rubaiya Jesmine

Tragedy Others

4.6  

Rubaiya Jesmine

Tragedy Others

পাখির চোখ

পাখির চোখ

1 min
88



ফিরবে বলেও ফেরা হয়নি যাদের

রেললাইনে রক্তমাখা রুটি রকমারি স্বাদের।

এই দুর্দিনে কাদের ভেঙেছে ঘর?

ত্রিপল বিলি করতে হিসাব মেলায় ঝড়।

এতদিনে একঘরে পাখি-মানুষ

সাবধানী দূরত্বে রাষ্ট্র উড়ে যায়।

মাথার উপর বাধা পরিযায়ী ফানুস

পৌঁছে দিতে ঈশ্বরের দরজায়।

বহুদূরে দূরবীনে পাখির চোখ মানচিত্রে

নিত্যনতুন খোরাক চাই পাবলিকের নজর ঘুরিয়ে দিতে।

আকাশ থেকে যারা বারুদ ছোড়ে

মাটি পোড়ানোর গন্ধ তারা কি জানে!!


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy