একটি মেয়ের কাহিনী
একটি মেয়ের কাহিনী
এসেছিলে আলো করে মনের মন্দিরে,
সকলের নয়ন মনি সুখের সংসারে,
ভালোবাসার পরশ মেখে চলেছিল বেশ,
পেয়েছিল ভরা আশীর্বাদের ডালি অশেষ।
চায়নি সে কথার অবাধ্য হতে কোনোদিন,
নিয়মানুবর্তিতার ছত্রচ্ছায়ায় প্রতিদিন,
বাবা মায়ের কথার অবাধ্য হয়নি কভু,
গুরুজনকে মেনে ছিল সদা আপন প্রভু।
নিজের ইচ্ছাকে করেনি সম্মুখে প্রকাশ,
পিতার গুরুত্বকে দিয়েছে সম্মান এক আকাশ,
সবার মনটি পেতে বিলিয়েছ নিজেকে অক্লেশে,
আজও পাওনি সঠিক মানুষ নিজের পাসে।
অবিন্যস্ত মন লাগছে দিশাহারা চতুর্দিক,
বেশী তো চাওনি কোনোদিন সবার অধিক,
হঠাৎ একদিন পাঠালে বন্ধুত্বের বার্তা,
আনমনে জুটে গেল মাঝবয়সী উদারতা।
বয়সের তফাৎ প্রাণ থেকে ঝেড়ে ফেলে,
নিবিড় মায়াজালের সম্পর্কে জড়িয়ে গেলে,
কিন্তু দ্বিধান্বিত বয়স্ক বন্ধুটির উদার মন!
বন্ধুত্বের মর্যাদায় চেষ্টা অবিরত প্রাণপণ।