একটি গোলাপ
একটি গোলাপ
1 min
560
একটি গোলাপ কত কথা বলে,
একটি গোলাপ স্বপ্নগুলো ভরে ।
একটি গোলাপ কাঁটায় বিদ্ধ করে,
একটি গোলাপ সেতু বেঁধে চলে ।
একটি গোলাপ গন্ধ ছড়াক প্রাণে,
একটি গোলাপ নীরব কান্না ধরে ।
একটি গোলাপ হাসির পাপড়ি ঝরে,
একটি গোলাপ তোমায়-আমায় টানে।
একটি গোলাপ ডায়রি পাতার ফাঁকে,
একটি গোলাপ মাথায় খোঁপার 'পরে।
একটি গোলাপ বাঁচার জন্যে লড়ে,
একটি গোলাপ জীবন ছবি আঁকে।
একটি গোলাপ ছিল তোমার হাতে,
একটি গোলাপ খুঁজি অন্ধকারে।
একটি গোলাপ নিথর সজ্জ্যা ঘরে,
একটি গোলাপ আজও আমার সাথে।