একটি চুপ তারার গল্প--সৌগত রাণা
একটি চুপ তারার গল্প--সৌগত রাণা


শব্দেরা শান্ত স্রোতের মতো বয়ে গেলো..
শক্ত চোয়ালে তুমি কিছু বললে..!
আমি শুনলাম এক নিষ্ঠুরতম ঝড়ের সুর...!
ক্ষমা করে দেয়ার ক্ষমতা সকলের থাকে না..
কিন্তু সময়কে ক্ষমা করতে মানুষ কি দারুণ শিখে যায়..;
তুমি যতটা নিঃশব্দে কাঁদো..
আমি ততোটাই স্ব-শব্দে তোমার কাছে আসতে চাই...!
প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই হয়তো বিষ নয়...
এই শহরের 'চুপ' মানুষগুলোর জন্য..
সেই 'অতিরিক্ত' এর সীমানা অতিক্রম করা
ভালোবাসাটা যে অমৃত প্রয়োজন...!
প্রিয় নৈঃশব্দ্য,
নিজেকে নির্লিপ্তততার মুখোশে রেখে...
তুমিও কি কোন সুইসাইড নোট লিখছো...?
একটি চুপ তারার গল্প---