একটা হেমন্তের বিকেল
একটা হেমন্তের বিকেল


একটা শান্ত অলস হেমন্তের বিকাল .....
পশ্চিম আকাশে এখোনো সর্নাভ-ধূসর রঙের ছায়া। গোটা আকাশের গা- এ যেন একটা অস্পষ্ট ঘুমের পলেস্তারা লেপ্টে দিয়েছে কেউ।
শহরের কোলাহল এখান থেকে অনেক দূরে।
শুধু একটা বন-মোরগের ডাক শোনা যাচ্ছে মাঝেমাঝে।
শরীরের দু'পাশ দিয়ে একটা আলতো মিষ্টি হাওয়ার স্রোত বয়ে যাচ্ছে। শীতের অগ্রিম খবর জানানোর অছিলায় যেন জেনে নিতে চাইছে সব গোপন খবর; তার কোমল অকারণ আবদার ক্রমশ আচ্ছন্ন ক'রে ফেলছে সমস্ত মনটাকে।
আজ না হয় খোলা থাক চুল;নিজের সুরে সুর মিলিয়ে আবছা সোনা আলোয় জাল বুনে নিক নিজের।
আজ না হয় জানলা গুলো খোলা থাক; মাধবীলতার খয়েরি পাতাগুলো বিনা বাধায় ঘরে ঢুকে আসুক।
আর তার সঙ্গে মেঠো ধূলোর মতো ঢুকে আসুক যত রাজ্যের বেনামী কবিতারা;
আয়নার কাচ জুড়ে ভিড় ক'রে বসুক বিন্দু বিন্দু কোলাজের মতো।
আর একটা বেনামী কবিতার জন্ম হোক।।