নববর্ষ
নববর্ষ


আবার একটা বছরের থামার সময় আসন্ন। জীওনঘরের চাবিখানা নবজাতকের হাতে তুলে দিতে পারলেই তার মুক্তি।সে এক মহোৎসব। নানান রঙের আতশবাজির ভিড়ে আকাশের রঙ চেনা যায় না, ঘর বাড়ি রাজপথ ভিজে যায় আলোর ফোয়ারায়।পোড়োবড়ির পাশের কানাগলিটা বিশেষ আমোল পায়না।আলো ও যে তার কাছে ঘেষতে কিছুটা সংকোচ বোধ করে।অন্যদিকে কতো রঙিন স্বপ্ন, রঙিন আবেগ, কতো ভালো থাকার- ভালো রাখার কামনা দিয়ে নতুন বছরের অভিষেক হয়।একটা নতুন দিন যে নতুনত্ব উপহার দিতে পারে, সদ্যোজাত একটা বছরের যে তার থেকে বেশি কিছু নতুন ক'রে দেওয়ার ক্ষমতা নেই। সেই আদি-অনন্ত কাল ধরে দিন-রাতের যে অকৃত্রিম তাল নিরবচ্ছিন্নভাবে এক অব্যয় পদ হয়ে বেজে চলেছে, এই ক্ষণজন্মা তো তার বাইরে নয়;বরং তার ই এক অমোঘ সৃষ্টি। তাই উৎসবের এই নিদারুণ ঊজ্জ্বলতা তার কাছে এক বিড়ম্বনা মনে হতে থাকে।তারপর এক দিন এক দিন ক'রে তার বয়স বাড়তে থাকে। ভালো থাকার লড়াই করতে করতে দিনগুলো একরকম ভাবে কেটে যায়। হঠাৎ একটু রাত চুরি ক'রে নিতে ইচ্ছে করে।দিনগুলোকে একটু নিজের মতো ক'রে বা৺চতে দিতে ইচ্ছে করে।