একতারা
একতারা

1 min

17.1K
একতারার ওই তালের সুরে
বলতে কি চায় হৃদয় ব্যথা,
সুরের তালে তাল মিলিয়ে
বলছে সে কি মনের কথা?
বিশ্ববাসীর সকল কথা
বাজলে পরে ও এক তারে,
দিক্-বিদিক্ ভরিয়ে দেবে
একতানে ওই মধূর ভারে।
সুরের টানে করবি আপন,
জট খুলে সব দূরের ভাষা,
লুটবে আপন হৃদয় মাঝে,
দূর বিদেশীর ভালোবাসা।
যে শিশু পায় মায়ের আপন
বুকের সুধা পরশখানি,
একতারা যে সেই হৃদয়ের
শিশুর মুখের পরশ-বাণী।
সুর দিয়ে চাই তোমায় পেতে,
আজকে আসি আসর শেষে,
আমার সুরের ভালোবাসা
যদি তোমার বক্ষে মেশে!
সুরের টানের অগ্নিশিখা
দাপিয়ে বেড়াক দিকে দিকে ,
কিশোর যুবক আবার ফিরুক
দেশজননীর আপন চিকে।