একা শালিক
একা শালিক
হাওয়ায় নাড়া খায় শান্ত পাতা, কি জানি হয় হঠাৎ
দেখি একা শালিকের চোখে অন্তরের দগ্ধ আঘাত
উড়ে গেছে খাবার খোঁজা টিনের চাল বিকট শব্দে
তাই খাবার শূন্য আজ, আর কিছু নেই উপলব্ধে।
বহুদিন বৃষ্টি নেই শুষ্ক ধরণী খটখটে খড়কুটো,
নেই শালিকের ঘরণী, আছে ছোট বাসা আঁটসাঁটো।
যেখানে বাসা ছিল, সেই গাছটায় পাতা নেই আজ
এলোমেলো স্মৃতি, মনে পড়ে ঘরণীর আওয়াজ।
জোড়া শালিক দেখে সুদিনের ভাবনা অলীক
নিজের প্রাপ্তিতে ছেঁদ পড়ে, একাকী শালিক।

