এক টুকরো কাপড় - সনেট
এক টুকরো কাপড় - সনেট
চেটেপুটে খাও, প্রেমপ্রীতি স্নেহ ,অস্থিমজ্জা হাড়
সোঁদাগন্ধী মাটি ধানিজমি, পাখিদের কুহু ডাক
অরণ্য নিসর্গ খাও, খেয়ে নাও সবুজ পাহাড়
খাও পাখি শহরের বর্জখেকো নাগরিক কাক
কিষাণের হাসি মায়ের মমতা সব খেয়ে নাও
পাতার মর্মর খাও , ফুল ফল গাছের বাকল
নদীনালা ফুটপাত মনবতা বস্তি যাহা পাও,
খেয়ে নাও হাঙর কুমীর প্রত্ন , সমুদ্রের তল
‘কালের কলসে’ রাখা সময়ের স্বচ্ছতোয়া জল
‘সোনালি কাবিনে’ লেখা প্রীতিময় রুপালি অক্ষর
খেয়ে নাও পৃথিবীর তিন ভাগ , বাকিটুকু স্থল
খেয়ে ধেয়ে দুই হাতে তোলে নাও কৃষ্ণ গহবর
একটাই পেট খাও তেলে ভাজা গরম পাপড়
শুধু রেখে দাও কফিনের এক টুকরো কাপড়।।