এক মুটো শব্দ
এক মুটো শব্দ


সেদিন তুমি আসবে ফিরে..... সেদিন দুজনে জ্যোৎস্নায় করবো স্নান সেদিন কি করা উচিৎ এই ভেবে দেখব না পৃথিবীর অভিধান। যেদিন তুমি আসবে ফিরে....... সেদিন এই ব্রতের কুমারী! কুড়ি মেলবে বিস্ময়ে সেদিন এই আঙিনা নতুন প্রত্যাশায় জেগে রবে মানবীয় প্রেমে। যেদিন তুমি আসবে ফিরে...... সেদিন তোমার রূপে! সহজেই ধুয়ে নেব এ দেহ সেদিন বলব! দেহের জ্বরে হিমেল হাওয়ায় অনেকদিন তো হলো। তুমি আসবে যেদিন পুষ্পে ভরে যাবে ধরণী সেদিন শীতাহত হবে না আর নিঃসঙ্গ ক্লান্তির রোদন আনমনে স্মৃতির থেকে চুমুগুলো তুলে নিয়ে হেঁটে যাবো হাজার যোজন। তুমি ফিরে এসো দুবাহু আবার ধরো আমার কথা ফুরালো এবার তোমার কথা বলো।