এক চোখোমি
এক চোখোমি
আমাদের এলাকায় বৃষ্টি নেই
মেঘেরা যায় চলে।
কেন তাহলে আনাগোনা
কিছু তো যাও বলে।
কেবল মেঘ গুরগুরানি
কোত্থেকে যে করো।
শুনছি নাকি খুব সেখানে
বৃষ্টি হয়ে ঝরো।
এই তোমার বিচারধারা
এক চোখোমি ও করো।
চলবে না ও সব, শুনছি না কিছু
পূজোতেই তুমি ঝরো।
-----------------
