খেলা
খেলা
এ খেলা কেমন খেলা ?
বর্ষা শেষেই যদি শীত আসতো,
তবে ইচ্ছা করে
শৈশবের পর বার্ধক্য পেরিয়ে,
যৌবন দিয়ে জীবন শেষ করতাম ।
এ খেলা তেমন খেলা
যেখানে ইচ্ছে মত বসন্তকে ডেকে আনা যায়।
ফুল ফোটানো যায়,
মৌমাছিদের থেকে মধু চেয়ে নেওয়া যায়।
ভালবাসার মানুষগুলোকে
আরও কাছ থেকে পাওয়ার এ খেলা।
এমনটা যদি হত তাহলে
এ খেলার চালে দাবার উল্টো ছকে
মাত হয়ে যেত এ জীবন,
এ খেলা এমন খেলা।