আগন্তুক
আগন্তুক




লিপগ্লসের পিছনে সেই ম্লান হাসি,
মাস্কারার ছায়াতে সেই লাজুক দৃষ্টি;
চেনা হয়েও যে অচেনা,
বুঝতে পারনি আমায়।
একরাশ মেঘকালো কোমর ছোঁয়া চুলে
আসন্ন বর্ষার ইঙ্গিত,
আবার সেই অন্ধকার ভেদ করে
লাল-টিপ সূর্যের আলো দেখা ;
চিনতে পারনি আমায়।
অচেনা রাগ, আমার নূপুরের রিনরিনি
পদ্ম কাটা হাতের চূড়ে, কামভুজঙ্গের অনন্ত শয়ান ;
পেয়েও পাওনি আমায়।
আমি আগন্তুক।