দুর্ঘটনা
দুর্ঘটনা
তার আসা ছিল ঘটনা-
শব্দ ঝোড়ো হাওয়া যেন,
কোন পথ আসে- বিশৃঙ্খল কেন?
এলোমেলো হয়ে হোক,
কি বা ভয় কি বা শোক।
স্বযত্ন হাতে একটি একটি করে,
জীবন্ত নাটুকে সুখ দুঃখ ভরে।
ধীর ধীর শিখা জ্বলে ওঠে,
শব্দগুলো জড়ো হয়ে ঠোঁটে।
তার যাওয়া হল দুর্ঘটনা-
