দুজনেই
দুজনেই
তোমার অবহেলায় যেভাবে আমি,
রোজ রোজ পুড়ে পুড়ে যাই।
কি নিয়তি দেখ।
তুমি ও অন্যের অবহেলায়,
আমার মতো পুড়ে হচ্ছো ছাই।
আমরা কেউ ভালো নই।
না তুমি, না আমি।
চলো আমরা দুই দুঃখী মানুষ,
একসাথে সুখ খুজতে যাই।
তোমার অবহেলায় যেভাবে আমি,
রোজ রোজ পুড়ে পুড়ে যাই।
কি নিয়তি দেখ।
তুমি ও অন্যের অবহেলায়,
আমার মতো পুড়ে হচ্ছো ছাই।
আমরা কেউ ভালো নই।
না তুমি, না আমি।
চলো আমরা দুই দুঃখী মানুষ,
একসাথে সুখ খুজতে যাই।