দুঃস্বপ্ন
দুঃস্বপ্ন
কাল রাতে দেখলাম এক স্বপ্ন,
স্বপ্ন সেতো নয় ছিল দুঃস্বপ্ন।
হঠাৎ তাকিয়ে দেখি আমি একলা দাঁড়িয়ে,
অজানা অপরিচিতদের মাঝে আছি মুখ লুকিয়ে।
আঁখি আমার খুঁজছিল একটা চেনা মুখ,
যার কাছে পাবো আমি জীবনের সুখ।
যতই এগোই ততই হয় স্পষ্ট,
বুকে চাপা এক লুকানো কষ্ট।
পাইনি আমি খুঁজে চেনা মুখের সন্ধান,
ভালোবাসা হয়েছিল অন্তর্ধান।
ভোরের আলোয় ভাঙলো যখন শয়ন,
অশ্রুতে ভরে ছিল আমার দুনয়ন।
মৃদু হেসে ভাবলাম, এতো দুঃস্বপ্ন মাত্র,
তবুও লাগল যেন বাস্তবের মত।
