ঈদের উপহার
ঈদের উপহার
ঈদের শুভেচ্ছা সবাইকে,
হাসতে হাসতে নামাজ পড়ে,
আমাদের সবার পাশে থাকে সম্মান এবং স্নেহের ঝর্না।
সূর্য তাপে ভীষণ এই গরমে,
সুখ দেয় বাজারে ঈদের ক্রেতাদের সেই অতুল হাসি।
প্রত্যেক বাসিন্দার পাশে থাকে উপহারের খাতা,
এক ধরনের একটা মিষ্টি ঝলমলে দেখতে হয় সেই বাজারের আনন্দে।
খুশি হওয়া না হয় একটু দুঃখ ভীষণ বেশী,
কেন সে ভুলে যায় সে বছরের বিচরণ,
সে হারানো স্নেহের বিষদানটি ফিরিয়ে আনার সুযোগ আমাদের পাওয়া ঈদ একটা।
কিছু সুন্দর উপহার এসে না হলেও,
সেই সম্মান এবং স্নেহের ঝর্নাটি পাওয়া হলে সম্পূর্ণ হয়ে যায় ঈদের উপহার।
সেই শুভেচ্ছাটি আমরা দিয়ে দেওয়া চাই,
সেই সম্মান এবং স্নেহের ঝর্নাটি আমাদের সবার পাশে থাকুক সব সময়।
