STORYMIRROR

Silvia Ghosh

Fantasy

3  

Silvia Ghosh

Fantasy

ছুঁয়ে দিলে

ছুঁয়ে দিলে

1 min
30.4K


আজ আর কিছুতেই ঘুম আসবে না

শুনছো, শুনতে পাচ্ছ? ঘুমালে না কি!

সারাদিন বসে বসে ছবি এঁকেছি

একটা উত্তাল ঝর্ণার ছবি,

যেখানে স্নাত হচ্ছ তুমি

আর দূরে , বিপরীত দিকে

পাহাড় হয়ে দাঁড়িয়ে আছি আমি!

চেয়ে চেয়ে দিবা স্বপন দেখছি৷

আজ দুহাতে জল স্পর্শ করিনি আমি

যে হাতে জনঅরণ্যে ছুঁয়ে দিয়েছিলে তুমি

মৃণালের মতন কোমল পরশ তোমার,

মরুভূমির তৃষিত চাতকের মতো আমার

শুষ্ক জীবনে মরূদ্যান হয়ে এসো

অলক্তক পায়ে নূপুর হয়ে জীবন ধারায় বেজো৷


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy