ইচ্ছে
ইচ্ছে
লাস্ট বেঞ্চে বসার যখন ইচ্ছে ছিল, উপায় ছিল না,
কথাটা কিন্তু একদম সত্যি, বিশ্বাস হচ্ছে না !
কত বেশি যে ছিল এই ইচ্ছে, অথবা স্বপ্ন বলা চলে,
স্কুলে না হলেই বা কি ! পূর্ণ হয়েছে কলেজ গেলে।
সবাই মোটামুটি স্বাধীন, কারো কিছু এসে যায় না,
কে কোথায় বসছে, সেটা কেউ খেয়াল রাখে না ।
নতুন নতুন মুখ, হয়তো সবার সাথে নেই পরিচয়,
কলেজ লাইফ একটু কেমন যেন ছাড়া ছাড়াই হয়।
জানে,দুদিন পরে যে যার কাজে সবাই চলে যাবে,
শুধু শুধু অকারণে মায়া বাড়িয়ে আর কি হবে !
কিন্তু স্কুলের বন্ধুদের সাথে মিলে মিশে থাকার মজা,
টিচারদের কাছ থেকে পাওয়া গল্প করার সাজা !
কলেজ জীবনে কি আর সে সব আনন্দ থাকে,
ছোটোবেলার মায়াবী চোখ যে সব স্বপ্ন আঁকে ।
