Nurul Hoque

Romance Tragedy

3  

Nurul Hoque

Romance Tragedy

দুঃখের খামে কষ্ট নামে

দুঃখের খামে কষ্ট নামে

1 min
2.9K



তোমার জন্য ইদানিং ভীষণ কষ্ট হয়।

কষ্টের লাভা স্রোতে ভেসে যাই অনন্তর

তোমাকে না দেখার কষ্ট

আমাকে অবিরাম তাড়িত করে

হতোদ্যম এই আমি অবিমিশ্র কষ্টের বেনোজলে

আকণ্ঠ নিমগ্ন হই বেলা অবেলায় 

কখনো কখনো কষ্টের পাথর ভেঙ্গে এগিয়ে যাই

কখনো কখনো কষ্টকে

পাঁজর ঘেঁষা সহোদরার মতো

আগলে রাখি বুকের ভেতর

কষ্টের ভেতর দেখতে পাই তোমার অবিনাশী স্মৃতি 

দেখতে পাই কেমন করে কথা বলো আগ বাড়িয়ে

আমিও তখন লাগাম টেনে স্বস্তি খুঁজি ছাগ তাড়িয়ে।


কখনো কখনো খুব কষ্ট হয়।

ভেসে যাই কষ্টের লাভা স্রোতে

ভাসতে ভাসতে দেখতে পাই 

কষ্টেরা কেমন করে উড়তে থাকে হাওয়ায় হাওয়ায় 

ঘরের দাওয়ায়। সবুজ আঙিনায় খোলা মাঠে

ঝোলা কাঁধে বনবাদাড়ে তেপান্তরে

কেমন করে কষ্ট গুলো খেলা করে

আমায় নিয়ে রাত নিশিতে বেউথা ঘাটে

কালিগঙ্গায় রাত নামে , রাত ভেসে যায় জলের সাথে

দুঃখের খামে কষ্ট নামে কষ্টমাখা এই বিজন রাতে।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance