STORYMIRROR

বিকাশ দাস

Inspirational

2  

বিকাশ দাস

Inspirational

দর্পণ

দর্পণ

1 min
540


এ ভুবন ডাঙায় এখনও 

কিছু সংখ্যক মানুষ আছে যারা খুব সাদামাটা নিজের বিবরে

গুছিয়ে প্রশান্তি অল্পস্বল্পতে সুখ 

দু’চোখ ঘুমায় চেয়ে প্রেয়সীর মুখ

দীনের দাহ ভুলিয়ে চাঁদের মতো সচ্ছল

রাতের অন্ধকারে জিরিয়ে শরীর ঝলমল

স্বাধীন রাজা নিজের ঘরে চাকরি করে নিজের ঘরে

কিছু বহুসংখ্যক লোক আছে

এ বসুন্ধরা ধরে যারা জোরজুলুম জবর দখল করে

পরের জমিন মাটি কেটে দালানবাড়ি বানায়

দাপটের লাঠি ঘুরিয়ে বেমালুম ভয় জানায়

দিন দুপুরে জগত নেচে নেচে বেড়ায় অলীক চিকনায়

শেষমেশ ভারাক্রান্ত মাথাটা জাগে

নিজেরদের কপাল চাপড়ে বলে

ভালোদের ভালো দেখলে কেন অসহ্য লাগে ?

তোরা ন্যাংটা তোদের কিছুই নেই তবু তোদের এতো সুখ !

আমাদের এতো আছে  তবু আমাদের শরীরে এতো অসুখ।


Rate this content
Log in