দরজার ওপাশে 🍁
দরজার ওপাশে 🍁
#ডায়েরির খোলা পাতা
ঘুমের মধ্যে স্বপ্নেরা ভিড় করে, অদ্ভুত,
চোখ খুলতেও ইচ্ছে করে না !
ঘুমের মধ্যেই বেশ বুঝতে পারি এটা স্বপ্ন।
কিন্তু স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতেও ইচ্ছা করে না।
একটা হাওয়ার শব্দ ভেসে আসে,
আমি দরজা খুলে দেখতেও চাই না—
বুঝি, দরজার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে।
আমার জানার কোনো ইচ্ছা নেই— তবু মনে হয়
ভারি গলায় কেউ আমাকে ডাকছে।
আমি জেগে ওঠার চেষ্টাও করি।
কিন্তু জাগতে পারি না।
কেউ আমাকে স্বপ্নের শেষটা দেখাতে চায়,
না, না , আমি দেখতেও চাই না।
প্রচণ্ড অস্বস্তিতে ঘুমের মধ্যেই ছটফট করতে করতে
একসময় আমি জেগে উঠি। ঘরের ভিতর গরম
হাওয়া বয়ে যায়।
কারো উপস্থিতি টের পাই !
দরজা-জানালা তো বন্ধ্, কিছু যায় না দেখা!
olor: rgb(0, 0, 0);"> আমি বাতি জ্বালাই । খুব যেন অচেনা লাগে
সবকিছু ! দেখি যেন স্বপ্নের দেয়ালের ক্যালেন্ডার
এখন আর নেই -
খাটের নিচে টক্ টক্ শব্দের উৎস খুঁজি,
কিন্তু পাই না ! কিসের শব্দ আমার জানা নেই।
ইঁদুর ,না মানুষ , না মানুষের মতন অন্য কেউ ?
ইঁদুর টক্ টক্ শব্দ করে না , আমি জানি।
তাহলে!
অন্ধকারেও হাতড়ে হাতড়ে দরজা খুলি।
দরজার ওপাশে থাকা জমাট বাঁধা অন্ধকার
যেন হৈ হৈ করে ঢুকে পড়ে।
হোয়াটসঅ্যাপে স্টেটাস বদল করি ,
ভয় বলে কোথাও কিছু নেই।
ভয় আমাদের মনে । সবাই মিলে ভালো
কাজে ব্যস্ত থাকলে ভয় যেতো পালিয়ে।
দরজার ওপাশে থাকা
কেউ যেন 'হা হা ' করে হেসে
ওঠে বলে, আমি আছি,
সকলের মনে আত্মগোপনে।।
(কলমে -পিয়ালী মুখোপাধ্যায় )