STORYMIRROR

Sipra Debnath

Abstract Action

3  

Sipra Debnath

Abstract Action

ধ্যানমগ্ন ঈশ্বরের প্রতি

ধ্যানমগ্ন ঈশ্বরের প্রতি

1 min
337


অস্তিত্বহীন সত্তা গুলো জেগে ওঠে 

শুরু করে সত্যাগ্রহ আন্দোলন

কার বিরুদ্ধে???

হাজার কথার জাল বোনা

কাজের বেলায় লবডঙ্কা

স্পষ্ট মিথ্যের ছয়লাপ

অগুণিত সময় ধ্বংস।

শোক নিবারণ?

ওঙ্কার মন্ত্র জপে

আকাশ বাতাস মহাশূন্য

সব সব সসব্যস্ত সর্বোচ্চ জেগে উঠে।

কিসের এই শোক? এ কেমন একাত্ম জপ!!!

স্বয়ং ঈশ্বর ধ্যানমগ্ন যখন

তোমার আমার কোন সাধ্যি

বুঝে নেবো সুখের কারণ

শোকের কারণ?

ওঙ্কার ধ্বনি আরো জোরালো হয় ক্রমে

কত আর ধ্যানমগ্ন থাকবে তুমি শেষ পর্যায়ে

তোমাকে তো জগতেই হবে "প্রভু"।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract