STORYMIRROR

বিকাশ দাস

Inspirational

4  

বিকাশ দাস

Inspirational

ধর্ম

ধর্ম

1 min
781

চলো ধর্ম ভেঙে মানুষ হয়ে উঠে দাঁড়াই

সর্বনাশী ধর্মের লাশ ভাসিয়ে জলের ধারায়

আগুনে দু’হাত সেঁকে লোহার শোধন মেখে

চলো অশৌচ উতরে নিরাপদে ঘরে ফিরে যাই ।


ভেঙে ধর্মের নিয়তি বিধাতা সমাধির পাথর

পেশির অস্থিরতি যারা জাত করেছে আলাদা কাঁটাতারে

বিছিয়ে ঝাঁঝরা বসতি

গৃহস্থালির সৈকতের আড়ালে ।

পিতার ঔরসে মায়ের জঠর দুধের অন্তর

রক্তের অন্তর ধর্মের উগরানো সন্ততির বন্ধন নয়

সম্প্রীতির নির্যাসতর

সদ্য জন্মজাত উলঙ্গ শিশু মাতৃরক্তের লালিমায় শিরায় শোণীতে মানুষ ।


ধর্মের পরমায়ু চিরদিন চিরন্তন মানুষের মৃত্যু বাঁধাধরা একদিন 

ধর্মের অভিধান  গীতা কোরান

একতার বাণী মুক্তির বোধন আলোর অভিযান

মন্দির মসজিদ এক ছাদের নীচে টেনে

বিবকের বিবরে শ্রমের মাটি তুলে এনে

ভাগ্যের গর্ভে মনুষ্যত্বের বীর্য ধারণ করে

শ্রদ্ধার মোড়কে বোধের আগুনে ধর্ম দাহ ধর্ম ক্ষত নয় ।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Inspirational