STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

ধন্যবাদ গুগল নারী

ধন্যবাদ গুগল নারী

1 min
142

"আরামবাগের তাজা মুরগীর মজা" মনে পড়ে যায়,

চাঁপাডাঙার বৌ, লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

এই গল্পটা নিয়ে নির্মল দে, সিনেমা বানান একসময়।

খানাকুলের রাধানগরে জন্মেছিলেন রামমোহন রায়।

কামারপুকুরের গদাধর, হয়েছেন বিখ্যাত এ দুনিয়ায়,

লোকের কাছে "রামকৃষ্ণ পরমহংস" যার পরিচয়।

দুই ধারে আছে আরামবাগ, চাপাডাঙা, খানাকুল,

আর দুই পাশে ঘেরা কামারপুকুর, ক্ষীরপাই, ঘাটাল।

এর প্রায় মাঝামাঝি হুগলি জেলায় আছে এক গ্ৰাম,

অবাক কান্ড ! সত্যি সত্যিই "গুজরাট" গ্ৰামটির নাম।

তাম্রলিপ্ত, রাঙামাটি, কর্ণসুবর্ণ, অথবা গঙ্গারিডাই,

সে সব সময়ে যোগাযোগ ছিল তো শুধু জলপথেই ।

কে জানে কবে থেকে গ্ৰামটির নাম হয়েছে গুজরাট,

আছে এখানেও স্কুল, বাড়িঘর,শিশুদের খেলার মাঠ।

গুজরাটের কচ্ছের রণের কথা পড়েছি ছোটোবেলায়,

ছিলনা আন্দাজ মোটেই, গুজরাট আছে যে বাংলায়।

হঠাৎ মাঠ,ঘাট,নদী ও শহরের ম্যাপ দেখতে ইচ্ছে হয়,

গুগল ম্যাপ এখন আমাদের সকলের হাতের মুঠোয় ।

অজানা কত কিছুই যে এভাবে দেখা ও জানা হয়,

তার মধ্যে কিছু থাকে মাথায়, আর বাকি ভুলে যাই।

ধন্যবাদ জানাই, যে নারী কাজ করে গুগলের দুনিয়ায়।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy