ধ্বংসের জন্য ধ্বংস
ধ্বংসের জন্য ধ্বংস
সবুজকে ধ্বংস করে
শহর গড়ে তোলার ইচ্ছাকে
যদি ধ্বংস করতাম,
প্লাস্টিক বর্জন করে
যদি কিছু সামান্য সুবিধার ইচ্ছাকে
ধ্বংস করতাম,
বেশি মুনাফার লোভে ফসলে
রাসায়নিক মেশানো ইচ্ছাকে
যদি ধ্বংস করতাম,
তবে আরো বড় ধ্বংসের
হাত থেকে আমরা বাঁচতাম।