ধ্বংস ও ক্ষতি
ধ্বংস ও ক্ষতি


প্রলয়ের নৃত্যে নিজেকে মানিয়ে নিও না,
বাস্তবের ক্যানভাসে জীবন আঁকো,
বেদুইন মনে আসতে পারে রঙিন স্বপ্ন,
অন্তরালের নষ্টনীড়ে হাজারও উদ্দীপনা।
ব্যাকুলতায় ধ্বংসাত্মক রণনীতি আহ্বান কোরো না,
ফিরতি পথের সন্ধানটুকু বাঁচিয়ে রাখো সন্তর্পণে,
ক্ষতিপূরণের সম্পদই তোমায় প্রদীপ জ্বালিয়ে রাস্তা দেখাবে -
ভেবে দেখো আরেকটিবার,
ধ্বংসের লীলায় মাতাল হবে কী?
ক্ষতিগ্রস্ত তুমিই হবে গোধূলি লগনে,
পরিশেষে যোগের খাতায় বিয়োগের শোক;
ঈশ্বর অপার করুণাময় আজীবন,
সেই অনুভবে অনুভবী থাকো সর্বক্ষণ।