দেখা হবে কবিতার ফাঁকে
দেখা হবে কবিতার ফাঁকে


কবিতারা নামছে শূন্য পৃষ্ঠা বেয়ে ,
কখনো যদি কোন লাইন ধরে চলে আসো
দেখা হবে কবিতার ফাঁকে ...
সনেট , চতুর্দশপদী , লিমেরিক হয়ে
যদি কোনদিন ফিরে আসতে চাও অমিত্রাক্ষরে
চেনা যাবে কবিতার ফাঁকে ...
দেখে বুঝে নিও ছন্দ - লয়ের মাত্রা ,
ভাব - আবেশে জড়িয়ে যেও কাপলেটে কাপলেটে ;
তবে জানা যাবে তোমায় কবিতার ফাঁকে ...
কবিতারা ঝরতেই থাকবে স্লোগানের মত ,
তারা হবে বিকিকিনি খানিকটা সায়রীর মত ;
তুমি পারলে মাটির বুকে লেগে থেকো -
আমি আঁজলা ভরে ভিজে মাটি তুলে
মিশিয়ে নেব আমার শোণিত ধারায় ;
তোমার ঘ্রাণ নেওয়া যাবে কবিতার ফাঁকে ...