STORYMIRROR

Supratik Sen

Fantasy

2  

Supratik Sen

Fantasy

ডুবুরি সভ্যতা

ডুবুরি সভ্যতা

1 min
17.4K


বিদ্যার জাহাজ তুমি

বিদ্যার সাগরে ভাসছ

ডুবে ডুবে জল খাচ্ছ

ভাবছ তুমি অমর?

ঐ দেখ! তোমার ইষ্টদেবের

বাহনেরা তোমাকে পরিত্যাগ

করছে, তুমি তোমার বিপদ

ডেকে এনেছ, তাই ওরা নিরাপদ

স্থান খুঁজছে, হায় উন্নাসিক

তোমার জ্ঞানের ভারের আঘাত

মূঢ় কালিদাসের মত, কেটেছে

নিজের ডাল, তোমার সে

ডানা-কাটা পরির রূপ

ধূসর হ’য়ে আছড়ে পড়ছে

একটু একটু ক’রে পালক খসছে

গর্তের ভিতর দিয়ে জল ঢুকছে

তোমার গগনচুম্বি গর্বের জন্য

আকাশের ডাকে আর তুমি উড়তে

পারবে না, সমুদ্রের গর্ভেই পাবে

তুমি তোমার স্থান, এক ডুবুরি

সভ্যতার মত


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy